১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

হাদি ওপর গুলিবিদ্ধের ঘটনায় বিএপির উপরে দোষ চাপানো হয় তাদেরকে কঠোরভাবে জবাব দেয়া হবে-সরোয়ার

আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৫

স্টাফ রিপোর্টার ঃঃ  ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি  ওপর গুলিবিদ্ধের ঘটনায়  বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে বরিশালে বিক্ষোভ  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় বরিশাল জেলা বিএনপি কাযলয়ের সামনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার  প্রধান অতিথির বক্ত্যবে বলেন-যারা বাংলাদেশের স্থিতিশীলতা ও শান্তি নষ্ট করতে চায়। তারা জানে, তফশিল ঘোষণার পরে দেশ শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছে, নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হবে। কিন্তু দেশে যাতে শান্তিপূর্ণ ভোট না হতে পারে, সেজন্য বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ মারা হচ্ছে।  এসব রোধে আমাদের নেতাকর্মীদের সজাগ থাকার জন্য বলেছি। এছাড়াও তিনি আরো বলেন- ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি  ওপর গুলিবিদ্ধের ঘটনায় বিএপির উপরে কেউ যদি দোষ চাপানো হয়। তাহলে তাদেরকে কঠোরভাবে জবাব দেয়া হবে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন,বক্তব্য দেয় বিএনপির নেতা এবায়েদুল হক চান,এ্যাড,মহাসিন মন্টু,অনোযারুল হক তারিন,সৈয়দ আকব্বর,আব্বাসউদ্দিন বাবলা,মীর জাহিদুল কবির ও তসলিমউদ্দিন প্রমুখ। দলীয় কার্যালয় থেকে সমাবেশের পর মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন