২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

হিজলায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় রাজিব আহসান

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৬


হিজলা উপজেলা প্রতিনিধি  ::  অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা খাদ্য নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য। ধনীরা সব সময় রাষ্ট্রের সুবিধা ভোগ করে। সমাজের অসহায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী সরকারের রাষ্ট্র কাঠামো তৈরিতে সহযোগিতা করে। তারাই সরকারের সুবিধা থেকে বঞ্চিত থাকে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাথে নিয়ে কাজ করতে চান হিজলা মেহেন্দিগঞ্জ আসনের ধানের শীষ প্রার্থী রাজিব আহসান।

‎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান হিজলা উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এই প্রথম মতবিনিময় সভা করেছেন।
‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই সভায় রাজিব আহসান এলাকার উন্নয়ন ও নির্বাচনী পরিবেশ নিয়ে তার ভাবনা তুলে ধরেন। মতবিনিময় সভায় তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এই জনপদের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে হিজলা-মেহেন্দিগঞ্জের মানুষ বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে।
‎রাজিব আহসান বলেন, নির্বাচিত হতে পারলে হিজলা উপজেলাকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ করে হিজলা মেহেন্দিগঞ্জ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন, মান উন্নয়নে কাজ করাই হবে তার প্রধান কাজ। বিশাল এলাকা চরাঞ্চল, এখানকার মানুষের যোগাযোগের দুরবস্থার হাত থেকে রক্ষা করতে তিনি কাজ করতে চান।
নদী ভাঙন রোধ এবং রাস্তাঘাটের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।
‎সংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে গণমাধ্যমকে সাহসী ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নির্বাচনের সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি। নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণায় বাধা প্রদান ও নেতাকর্মীদের হয়রানি বন্ধে তিনি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা দাবি করেন।
‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাদেক সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন,  হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট দেওয়ান মোঃ মুনির হোসেন ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, হাওয়ানুর চৌধুরী, আলি আহমেদ হাওলাদার, নায়েব নাজমুল হক,আবু বক্কর সিদ্দিক ফারুক খান, গিয়াস দেওয়ান , বিজয় নিউজ এর সম্পাদক আমিন মারুফ হাওলাদার।
‎সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে রাজিব আহসান ধৈর্য্যসহকারে তার উত্তর দেন।
‎সভার শেষে তিনি মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

116 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন