৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশাল উওর জেলা যুবদলের বিরুদ্ধে ষড়যর্ন্তের প্রতিবাদ

আপডেট: এপ্রিল ৭, ২০২১

                         হিজলা থানা সাবেক যুবদলের সাধারন সম্পাদক মারুফ হাওলাদার
খবর বিজ্ঞপ্তি:: বরিশাল উওর জেলা যুবদলের নব নির্বাচিত কমিটির আহবায়ক সালাউদ্দিন পিপলু ও সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদকে নতুন কমিটি ঘোষনা করা হয়। বরিশাল উওর জেলা যুবদলে আমি মারুফ হাওলাদা কোন পদে নেই।

আমি মারুফ হাওলাদার হিজলা থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ছিলাম। বর্তমানে হিজলা থানা যুবদলের কোন কমিটি নেই। বমর্তানে আমাকে নিয়ে একটি মহল ষড়যন্ত করে বরিশাল উওর জেলা যুবদলের সদস্য সচিব হিসাবে প্রেসলিস্টে লেখে। আমি এই বিষয় হিজলা থানায় সাধারন ডায়েরী করবো। আমার রাজনৈতিক হেয়পূন্য করার জন্য এ ষড়যর্ন্ত করে। নিবেদক, হিজলা-থানা সাবেক যুবদলের সাধারন সম্পাদকমারুফ হাওলাদার

163 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন