৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

ঝালকাঠিতে তুচ্ছু ঘটনায় দায়ের কোপে মারাত্মক আহত স্বামী ও স্ত্রী

আপডেট: এপ্রিল ১৮, ২০২১

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ: ঝালকাঠিতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ধারালো দায়ের কোপে বয়োবৃদ্ধ হাজী মোঃ সিরাজুল হক (৬৫) ও তার স্ত্রী রুনা বেগম (৫৫) মারাত্মক আহত হয়েছে। তাদেরকে মুমুর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাজী মোঃ সিরাজুল হক সদর উপজেলার নবগ্রামের ক্ষাদৈক্ষিরা গ্রামের মৃত. আঃ হামিদ হাওলাদারের ছেলে। এ বিষয়ে ঝালকাঠি থানায় আহত হাজী মোঃ সিরাজুল হকের ছোট ভাই মোঃ শাওন মিয়া শামছু বাদী হয়ে মামলা দায়ের করেন, যার নং-১০।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, গত ১৫ এপ্রিল বিকাল সাড়ে ৫ টার সময় ক্ষাদৈক্ষিরা গ্রামে গাভী গরু ক্ষেতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন অপকর্মের হোতা আবু হানিফের ছেলে ইমাম হোসেন ও তার ভাই কালু দেশীয় ধারালো রামদা দিয়ে বয়োবৃদ্ধ হাজী মোঃ সিরাজুল হকের উপর হত্যার উদ্দ্যেশে কুপিয়ে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। স্বামী হাজী মোঃ সিরাজুল হকের উপর হামলার সময় ডাক চিৎকার শুনে তার স্ত্রী রুনা বেগম বাঁচাতে এগিয়ে আসলে তাকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। মামলার তদন্তভার এস আই মনিরুল ইসলাম গ্রহন করে ১৭ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্ত্বিতে ঝালকাঠি শহরের মধ্য চাঁদকাঠিতে আত্মগোপনে থাকা অবস্থায় অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হন। বর্তমানে আহতের পরিবার মামলা করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে কারন তাদেরকে মামলা করার খেসারত দিতে হবে বলে অভিযোগ করেন মামলার বাদী মোঃ শাওন মিয়া শামছু। এ বিষযে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান জানান, আহতের ভাই মোঃ শাওন মিয়া শামছু বাদী হয়ে লিখিত অভিযোগ দেওয়ার সাথে সাথেই দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করি।

109 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন