আপডেট: জুন ২১, ২০২২
গিয়াস উদ্দিন রানা ধর্মপাশা(সুনামগঞ্জ);: সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যার পানি নামতে শুরু করলে। মধ্যনগরসহ ধর্মপাশা উপজেলায় ৯০টি আশ্রয়নকেন্দ্রে বন্যাদুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন অব্যহত রয়েছে। অসহায়দের সহযোগীতায় এগিয়ে এসেছেন, উপজেলা প্রশাসন, স্থানীয় সাংসদ, আওয়ামী লীগ নেতা-কর্মী, ইউনিয়ন পরিষদ,স্থানীয় বিএনপি ও সামাজিক সংগঠন।
গতকাল ২০ জুন সোমবার স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা মধ্যনগর ইউনিয়ন, চামরদানী, বংশীকুন্ডা দক্ষিন, বংশীকুন্ডা উত্তর, জয়শ্রী, সুখাইর রাজাপুর উত্তর ও দক্ষিন ইউনিয়নের বন্যার্তদের বাড়ী বাড়ী গিয়ে ত্রান সামগ্রী বিতরন করছেন। একই ভাবে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, অপর দিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শামীম আহমেদ মুরাদ এবং সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ একাংশের সভাপতি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তার বিশাল বাহিনী নিয়ে ত্রান সামগ্রী বিতরন করছেন।তার সাথে ছিলেন জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান রানা, প্রত্যকেই স্ব স্ব অবস্থান থেকে ব্যার্তদের পাশে দারিয়েছেন। প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান এর নেতৃত্বে একটি টিম চামরদানী ইউনিয়ন, বংশীকুন্ডা, মধ্যনগরসহ একাধিক ইউনিয়নে নৌকা যোগে বন্যার্তদের বাড়ী বাড়ী গিয়ে ঘরবন্দি পরিবারদের হাতে ত্রান সামগ্রী পৌছে দিচ্ছেন। ত্রান হিসেবে ছিল চাউল, ডাল, মুড়ী, চিড়া ও ভূনা খিচুরী। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ২১ জুন মঙ্গলবার সকাল ১০টায় দলীয় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৫০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান, কৃষি অফিসার নাজমুল ইসলাম। মধ্যনগর উপজেলা যুবলী সভাপতি মোস্তাক আহমেদ তিনি ব্যক্তিগত উদ্যোগে মধ্যনগর বাজার ধান মহালে বন্যাদুর্গতদের মাঝে ১৫০ টি লঙ্গী ও শাড়ী কাপড় বিতরন করেন। ত্রান সামগ্রীতে ছিল ভূনা খিচুরী, মুড়ী, চিড়া, ডাল তেল লবন ও চাউল।
এব্যাপারে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান বলেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা যার যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে থেকে ত্রান সামগ্রী বিতরন অব্যহত রাখবো। সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে পর্যাপ্ত বরাদ্দ এসেছে। একটি মানুষয় না খেয়ে থাকবে না।