আপডেট: মে ১৮, ২০২৩
ধর্মপাশা,সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন পাইকুরাটি ইউনিয়নের চকিয়ারচাপুর গ্রামের সেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি এম এম এ রেজা পহেল। তাঁর মা ফৌওজিয়া রহমানের নামে মুজিববর্ষের ঘর সরকারি নীতিমালা তুয়াক্কা না করে তাঁর নিজ বাড়ীতে ডিজাইন পরিবর্তন করে ঘরটি নির্মান করেন। এর প্রতিবাদে ওই গ্রামের সচেতন মহলের পক্ষে ধানিসুর রহমান চৌধুরী বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এর পর থেকে সাবেক সেচ্ছা সেবক লীগ নেতা পহেল বিভিন্ন দপ্তরে ও বিভিন্ন অনলাইন পত্রিকায় ধানিসুল রহমান, তাঁর ছেলে প্রিতম চৌধুরীসহ তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করছে। তাঁর পরিবারের লোকজনের উপর প্রাণ নাশের হুমকী অব্যহত রয়েছে। এসব হুমকীর প্রতিবাদে ধানিসুল রহমান চৌধুরী অত্যাাচারী পহেলের বিরুদ্ধে গতকাল ১৬ মে মঙ্গলবার বিকাল ৫টায় বাদশাগঞ্জ বাজার সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। অভিযোগকারী ধানিসুর রহমান চৌধুরী তাঁর বক্তব্য উপরে উল্লেখীত কথা গুলো বলেন।