২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

হিজলাই মাটি কাটার বেকু ট্রলি জব্দ আটক ৫

আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৪

সাইফুল ইসলাম :: হিজলায় অবৈধ মাটি কাটার অপরাধে বেকু সহ দুই লরি আটক। গ্রেফতার ৫।
২৫ ফেব্রুয়ারি রবিবার নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ অভিযান চালিয়ে বিকেলের দিকে বেকু ট্রলি এবং পাঁচজনকে গ্রেফতার করে। দুর্গাপুরের কাঠালবাগান এলাকায় ইউসুফ ফকির নামের জনৈক ব্যক্তি মাটিগুলো কারছিলেন। ওই মাটি পার্শ্ববর্তী গাফফার তালুকদারের ইট ভাটায় বিক্রি করার পায়তারা করছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে হিজলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বিকেলের দিকে অভিযান পরিচালনা করেন। এ সময় পার্শ্ববর্তী ইট ভাটার মালিক  কালাম সরদার কৃষি জমি মাটি কাটছিলেন। মাটি কাটা অবস্থায় পাঁচজনকে গ্রেফতার করে নিয়ে আসা হয়।
আজম জানান ইউএনও স্যার বেকুএবং ট্রলি তার জিম্মায় রেখে গেছেন। এর বেশি কিছু জানেন না।
হিজলা উপজেলা ইটভাটার সাধারণ সম্পাদক ইয়ামিন মুন্সীকে একাধিকবার  ফোন দিলেও রিসিভ করেননি।

159 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন