২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

এক দফা দাবিতে মহাসড়ক অবরোধ লাঠিচার্জে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ৫০ শিক্ষার্থী আহত

আপডেট: জুলাই ৯, ২০২৫

স্টাফ রিপোর্টার ঃঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি কাঠামো বাতিল করার এক দফা দাবিতে টানা চার ঘণ্টা মহাসড়ক ব্লকেড কর্মসূচিতে আইন শৃংখলা বাহিনীর লাঠিচার্জে ৫০ শিক্ষার্থী আহতের অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ২টার দিকে বরিশাল সদর উপজেলার দুর্গাপুরে ক্যাম্পাসের সামনের বরিশাল-ভোলা মহাসড়কে এই ঘটনা ঘটে। পরে তারা কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এর আগে জনদুর্ভোগ লাঘবে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা আন্দোলন শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরে যেতে বলে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের সাথে তারা বসার চেষ্টা করছে। তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।


দেড় মাস ধরে চলা আন্দোলনে বুধবার সকাল ১০টা থেকে মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। ‎শিক্ষার্থীদের অবরোধের খবরে বন্দর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে শিক্ষার্থীরা তাদের একদফা দাবি আদায়ে সড়ক না ছাড়ার হুশিয়ারি দেয়। পরে একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। এসময় তারা সড়ক ছেড়ে ক্যাম্পাসের গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
কলেজ শিক্ষার্থী ধ্রুব বিশ্বাস বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠনের দাবিতে আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে। এরই অংশ হিসাবে বুধবার শান্তিপূর্ণভাবে মহাসড়ক অবরোধ করি আমরা। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে আমাদের বেধরক লাঠিপেটা করলে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়। তাদের বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
‎তিনি আরও বলেন, একদফা দাবি জানিয়ে আসলেও ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে কোন কর্ণপাত করেনি। তাই শিক্ষার্থীরা ক্লাস পরিক্ষা বর্জন করে একাডেমিক শার্টডাউন করে আন্দোলন চালিয়ে আসছি।
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ লিটন রাব্বানী বলেন, শিক্ষার্থীরা যে এক দফা দাবি তুলেছে সেই বিষয়ে মন্ত্রণালয়সহ বিভিন্ন জায়গায় চিঠি পাঠানো হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
এ বিষয়ে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভি করেননি। তবে বরিশাল সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আজহারুল ইসলাম বিকাল পাঁচটায় বলেন, আমরা দফাই দফায় বৈঠক করে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছি। শিক্ষার্থীরা আহ্বানে সারা দেয়নি। তাই কলেজ অধ্যক্ষসহ ঊর্ধ্বতনরা তাদের সঙ্গে বিষয়টি আলাপের প্রক্রিয়া চলছে। শিক্ষার্থীরা বর্তমানে মহাসড়কের পাশে ক্যাম্পাসের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।#

170 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন