১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন- সরোয়ার

আপডেট: জানুয়ারি ১১, ২০২৬

স্টাফ রিপোর্টার ঃঃ জুলুম ও নানা নির্যাতনের মুখোমুখি হয়ে আন্দোলন-সংগ্রাম এবং ত্যাগের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তার আপসহীন অবস্থান ও ভদ্র রাজনৈতিক আচরণের কারণেই তিনি সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করে দেশনেত্রীর মর্যাদা লাভ করেন। নগরীর ২৯ নং  কাশিপুর এলাকায় বিএনপির নেতা কমী নিয়ে  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। রবিবার (১১ জানুয়ারি) দুপুর ৬১ টায়  এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

39 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন