২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

সন্দ্বীপে ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট: আগস্ট ১, ২০২৫

সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি:,ঃ ১ আগস্ট:আদর্শ যুবকেরা জাগলেই বাংলাদেশ জাগবে”  এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৩টায় সন্দ্বীপ উপজেলার কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা সানাউল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী এহতেশামুল হক পাঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় পরামর্শক সদস্য মুফতি শেখ জাহিদুল ইসলাম

ইসলামী আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মীর ইসমাইল হোসেন

সহ-সভাপতি হাফেজ মুহিব্বুল্লাহ

সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া

আকবর শাহ থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন

ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ শাখার উপদেষ্টা কিফায়াতুল্লাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ যুব বিভাগের সভাপতি মাকছুদুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপের উপদেষ্টা মাওলানা মাহফুজুর রহমান শামীম

কালাপানিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের হোসাইন

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সন্দ্বীপ শাখার সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিক

জাতীয় শিক্ষক ফোরাম সন্দ্বীপ শাখার সভাপতি মাস্টার মাকছুদুর রহমান

ইসলামী যুব আন্দোলনের উপদেষ্টা ওমর ফারুক ও মুসলিম উদ্দিন

ইসলামী ছাত্র আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াসিন আরাফাত ভূঁইয়া

বক্তারা বলেন, দেশের রাজনীতিতে ইসলামী শক্তির উত্থান এখন সময়ের দাবি। তারা বলেন, আগামীতে ক্ষমতায় এলে সাংবাদিকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করা হবে।

তারা আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে সংসদের উচ্চ কক্ষে ১০০টি আসনে ‘পির পদ্ধতিতে’ নির্বাচন অনুষ্ঠিত হবে— যদিও অনেকেই এ পদ্ধতির বিরোধিতা করছেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়ন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং যুব সমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ইসলামী যুব আন্দোলনের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

146 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন