২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

সন্দ্বীপ-চট্টগ্রাম নৌ-রুটের ফেরিঘাটে পল্টুন ডুবে ফেরি চলাচল বন্ধ 

আপডেট: আগস্ট ১২, ২০২৫

সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি :ঃচট্টগ্রামের বাঁশবাড়িয়া লো ওয়াটার ফেরিঘাটে পন্টুন ডুবে যাওয়ায় ফেরি চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। এর ফলে যাত্রী ও যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

জোয়ারের সময় ফেরি হাই ওয়াটার পন্টুন থেকে ছাড়লেও পাশে ডুবে থাকা লো ওয়াটার পন্টুনের কারণে পানিতে গুণায়ন সৃষ্টি হচ্ছে। এতে ফেরির চলাচলে ঝুঁকি বাড়ছে এবং নিয়ন্ত্রণে অসুবিধা হচ্ছে। ডুবে যাওয়া লো ওয়াটার পন্টুনটি অকেজো হয়ে পড়ায় বর্তমানে বাঁশবাড়িয়া ঘাটে শুধু হাই ওয়াটার পন্টুন ব্যবহার করা হচ্ছে। ফলে সন্দ্বীপ প্রান্তেও হাই ওয়াটার ঘাট ব্যবহার করতে হচ্ছে। কিন্তু জোয়ারে সন্দ্বীপের হাই ওয়াটার ঘাটের সংলগ্ন রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় ফেরি ভিড়লেও যাত্রী ও যানবাহন নামতে পারছে না। এতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, যা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ফেরি মাস্টার সাইফুল ইসলাম জানান, লো ওয়াটার পন্টুন ডুবে যাওয়ায় পানি ও স্রোত বাড়লে গুণায়ন সৃষ্টি হচ্ছে। এতে যাত্রী ও যানবাহন ওঠানামায় ভোগান্তি চরমে পৌঁছেছে।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক সেলিম (চট্টগ্রাম) টেলিফোনে জানান, লো ওয়াটার পন্টুন শীতকালে প্রয়োজন হয়, বর্ষাকালে এর প্রয়োজন নেই। ডুবে যাওয়া পন্টুনটি শীত মৌসুম ছাড়া উদ্ধার করা সম্ভব নয়।

তবে, সরেজমিনে দেখা গেছে, লো ওয়াটার পন্টুন ডুবে যাওয়ায় বাঁশবাড়িয়া ঘাটে সৃষ্ট গুণায়নের কারণে ফেরি ভেড়ানো ঝুঁকিপূর্ণ ও কঠিন হয়ে পড়েছে। এতে যাত্রী ও যানবাহন ওঠানামায় ভোগান্তি বেড়েছে।

স্থানীয়রা জানান, পন্টুনটি দ্রুত উদ্ধার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়দের দাবি, বাঁশবাড়িয়া ঘাটে ডুবে যাওয়া পন্টুনটি দ্রুত উদ্ধার করে ঘাটটি পুনঃস্থাপন ও ব্যবহারযোগ্য করা জরুরি।

59 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন