২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

আলহাজ্ব মাওলানা মোস্তাফিজুর রহমান আর নেই

আপডেট: আগস্ট ২৬, ২০২৫

ফকির সাইফুল ইসলাম  ::  হিজলার কৃতি সন্তান, আলহাজ্ব মাওলানা মোস্তাফিজুর রহমান ইন্তেকাল করেছেন। তিনি বিশিষ্ট  সমাজসেবক,আলহাজ্ব  আবদুল  কাদের  ফারুক   ও ব্যারিস্টার এ এম মাছুম  সাহেবের  পিতা। আলহাজ্ব মাওলানা আব্দুর রব ওরফে মোস্তাফিজুর রহমান। ২৬ আগস্ট মঙ্গল বার বিকেলে  ঢাকায়  বার্ধক্যজনিত কারণে  ইন্তেকাল করেন।   ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন।  হিজলা বাঁশি  তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসংতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

আলহাজ্ব মাওলানা মোস্তাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, নূরুন নেছা কাদের মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, লুৎফন নেছা দাখিল মাদ্রাসা, লুৎফুননেছা হাফেজিয়া মাদ্রাসার। এছারা হিজলার ছয়গাঁও গ্রামের বহরদার বাড়িতে অবস্থিত ‘কাদেরিয়া জামে মসজিদ’ এর প্রতিষ্ঠা সহ অসংখ্য প্রতিঠান। হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর এলাকায় স্থায়ী নিবাস হলেও ছেলে সন্তানদের পেশাগত কারণে ঢাকায় বসবাসকারী এই প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন আল্লামা আলহাজ্ব আব্দুর রব (মুস্তাফিজুর রহমান) এর।

75 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন