১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জে উপজেলা ইউএনওর দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে ফুলেল শুভেচ্ছা

আপডেট: ডিসেম্বর ১, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ।রোববার দুপুরে ইউএনও কার্যালয়ে গিয়ে এসোসিয়েশনের সভাপতি বশির আহমেদ ও সাধারণ সম্পাদক বাবু শিকদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও ফারুক আহমেদের হাতে ফুল তুলে দেন। এ সময় তারা ইউএনও’র প্রশাসনিক দক্ষতা, উন্নয়নমূলক মনোভাব ও জনবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন।শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শাহজাহান খান, এসোসিয়েশনের সহ-সভাপতি দীপক চন্দ্র দাস , সাংবাদিক নুরে আলমসহ আরও অনেকে।ইউএনও ফারুক আহমেদ ধন্যবাদ জানিয়ে বলেন,জনসেবাই আমার অঙ্গীকার। সবার সহযোগিতা নিয়ে বাবুগঞ্জকে আরো এগিয়ে নিতে চাই। স্থানীয় প্রশাসনে ইউএনও’র এক বছর পূর্তি ঘিরে কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন