আপডেট: ডিসেম্বর ৪, ২০২৫

বিজয় নিউজ :; হিজলায় অবৈধ ইট ভাটায় বরিশাল পরিবেশ অধিদপ্তরের হামলা ভাঙচুর। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল থেকে পরিবেশ অধিদপ্তরের একটি টিম অবৈধ ইট ভাটায় হামলা চালায়। ব্যাপক ভাঙচুর চালায়। ইতোমধ্যে ৫ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেপরিবেশ অধিদপ্তরের প্রশাসন। সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটসহ হিজলার অত্যন্ত অঞ্চলে দিনভর হামলা চলতে থাকে ।
মেমানিয়া ইউনিয়নের নসির মোল্লার এনবিএম, কালাম সরদারের আর বি এফ, রিয়াজ তালুকদার এর এমআরসি, সৌরভ প্যাদার পিবিসি এবং মেমানিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন হাওলাদার এর ব্রিকস গুলিয়ে দেয়া হয়েছে।
অপরদিকে সহকারী কমিশনার( ভূমি) হিজলা, অভ্র জ্যোতি পোদ্দার এর তথ্য অনুযায়ী হিজলা উপজেলায় ৭২ টি ইটভাটা রয়েছে। এর মধ্যে তিনটিরবৈধ কাগজপত্র আছে বলে জানান।
সহকারী কমিশনার (ভূমি) পত্রিকায় সাংবাদিকদের সাক্ষাৎকার দেয়ার সময় জানান, নির্দিষ্ট করে অবৈধ ইটভাটার বিষয়ে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, মাত্র দুই সপ্তাহ আগে তিনি এখানে যোগদান করেছেন তাই সবকিছু তার জানা নেই।

ক্ষতিগ্রস্ত ইট ভাটার মালিকরা জানান যেভাবে বাটার ভেতর এসকাভেটর ঘুরিয়ে দেয়া হয়েছে এতে প্রতিটি ইটভাটায় ক্ষতির পরিমাণ প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা।
হিজলার সচেতন মহলের দাবি, প্রতিবছর১৫-২০ টা ভাটা নতুন অবৈধ ইট ভাটাস্থাপিত হচ্ছে।
এতে করে হিজলা উপজেলার নদী বিচ্ছিন্ন এলাকার ফসলি জমি দিন দিন খাটো হচ্ছে।
ধ্বংস হচ্ছে সবুজ বনায়ন, দেখা দিয়েছে বায়ুবাহী রোগ, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা।
এ সকল অবৈধ ইটভাটা সম্পর্কে পরিবেশ অধিদপ্তর বরিশাল এর উপ-পরিচালক কাজী সাইফুদ্দীন বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। এমনকি পরিবেশ রক্ষার্থে যা কিছু প্রয়োজন তাই করা হবে। তিনি আরো বলেন হিজলা উপজেলায় মাত্র চারটি ইটভাটার কাগজপত্র আছে বাকি সবগুলো সবই অবৈধ।