১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

অবৈধ ইট ভাটা গুড়িয়েছে পরিবেশ দপ্তর -ভাঙ্গা ভাটায় জ্বলছে আগুন,মাথায় হাত অসহায়দের

আপডেট: ডিসেম্বর ৬, ২০২৫

ফকির সাইফুল ইসলাম  : :  পরিবেশ দপ্তরের দ্বৈত নীতি। কারো পৌয় মাষ কারো সর্বনাশ। হিজলায় ৪ ডিসেম্বর  পরিবেশ অধিদপ্তর ছয়টি অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দেয়। কেউ কেউ পক্ষপাতীত্বের অভিজাত তুলছে।
মালিক পক্ষ থেকে বলা হয়েছে হিজলা উপজেলায় ৭৩টি ইট ভাটা রয়েছে। এর তিনটি বাদে সবগুলোই অবৈধ। প্রশাসন ৪ ডিসেম্বর ছয়টি ভাটা গুঁড়িয়ে দেয়। সেখানেও অনিয়ম রয়েছে। ৫ ডিসেম্বর ভাঙা বাটায় জ্বলছে আগুন । কারোর ভাটা মাটির সাথে মিশিয়ে দিয়েছেপ্রশাসন । কোন কোন ভাটায় মেহমান হয়েছে প্রশাসনের ব্যক্তিরা। তাদের ক্ষেত্রে সিঁথিলতার অভিযোগ তুলছেন অপর ভাটার মালিকরা ।

শ্রমিক হদুল্লা মাঝি, রফিক মাঝি, কবির ঘরামি সহ একাধিক ব্যক্তি জানান, প্রশাসন তাদের পেটে লাথি মেরেছে। এ বছরের ইট বানানো টাকা তুলতে পারবেন না তারা । ভাটা বন্ধ হলে তাদের পরিবার না খেয়ে দিন যাপন করতে হবে।
পার্শ্ববর্তী আর একটি ভাটার শ্রমিক ইদ্রিস গাজী, নান্টু দেওয়ান, মিয়া মাঝি জানান, এক সিজনের জন্য স্ত্রী পুত্রসহ এসেছেন ইট ভাটায় কাজ করতে । কয়েক লক্ষ ইট তৈরি করেছেন। মালিক থেকে টাকা তুলতে পারেননি। কাঁচা ইট গুলো গুড়িয়ে দিয়েছে প্রশাসন। পেটে আঘাত লাগছে তাদের। আক্ষেপ করে জানান, পার্শ্ববর্তী আরেকটি ভাটা সুন্দরভাবে আগুন জ্বলছে। এখানে প্রশাসনের স্বজন প্রীতি বলে মনে করছেন তারা।

ইট ভাটার মালিকদের সাথে কথা বলতে চাইলে কেউ ই রাজি হননি। তবে মুখ খুলছেন অসহায় এক ইটভাটার মালিক আনিস । ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, আমরা দুর্বল তাই আমাদের ভাটা ভেঙ্গে চুড়মার করে দিয়ে গেছে। তার পাশের ভাটাটি অক্ষত রেখেছে প্রশাসন। এখানে অনৈতক সুবিধাকে দায়ী করেছেন তিনি। ভাঙার পরে তাদের ইট ভাটায় জ্বলছে আগুন।

রিয়াজ নামের এক ইটভাটার মালিক জানান, বিগত বছরও তার ইটভাটা ভাঙ্গা হয়েছে। এ বছর নতুন করে আবারো ভাঙ্গা হল। ব্যবসা মনে হয় বন্ধ হয়ে গেল। কারো প্রতি তার অভিযোগ নেই। সকল কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন।
ভাটার মালিক নাসির মোল্লা (বাবুল মোল্লা) জানান, সমস্ত উপজেলায় অবৈধ ভাটা। শুধু মেয়েমানিয়া ইউনিয়নের ইটভাটার উপর নজর পড়েছে প্রশাসনের। তাদের মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে। পথে বসেছেন তিনি।

স্থানীয় সচেতন মহলের দাবি, অনতি বিলম্বে হিজলা উপজেলার সকল অবৈধ ইট ভাটা বন্ধ করা হোক। সোনালী ফসলে ভরে উঠুক হিজলা। পরিবেশ তার আপন জীবন ফিরে পাক।

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন