১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভূমিহীনদের ধান জোরপূর্বক কেটে নিয়ে গেছে ভূমি দস্যুরা

আপডেট: ডিসেম্বর ১০, ২০২৫

বিজয় নিউজ  ::  ভূমিহীনদের শত শত একর জমির ধান কেটে নিয়ে গেছে ভূমি দস্যু। নিরবে কাঁদছে ভূমিহীন কৃষক।
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কোলচরী পাতারচর মৌজায় , স্থানীয় ভূমিহীনদের সরকারের দেয়া বন্দোবস্ত জমির ধান জোর দখল করে কেটে নিয়েছে ভূমিদস্যুরা। অভিযোগ উঠেছে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের স্থানীয় ভূমিদস্যু জসিম মোতাইত ও দুলাল মোতাইত বহিরাগত সহ আরো অনেকে মিলে স্থানীয় ভূমিহীনদের কষ্টের লাগানো ফসল (ধান) জোরপূর্বক কেটে নিয়ে গেছে।

সোমবার সকালে কোলচোরী পাতারচর মৌজা এলাকায় এঘটনা ঘটে। ঘটনাস্থলে হিজলা থানা পুলিশ আসলে ধান ফেলেই পালিয়ে যায় তারা। কেটে নেয়া ধান গুলো শরীয়তপুর জেলা সীমানায় ধানগুলি রাখা হয়।জানাগেছে,বাংলাদেশ সরকার ২০১২-১৩ সালে  ৫১ জন ভূমিহীনদের মাঝে ১১০ একর জমি বন্দোবস্ত দেয়।ভূমিহীন কৃষক মো.ইয়াসিন বলেন, এই জমি সরকার আমাদেরকে বন্ধবস্ত্র দিয়েছে আমরাই ধান চাষাবাদ করেছি। আজ আমাদের জমিতে রোপনকৃত ধান কাটতে আসলে জসিম মোতাইতের নেত্রীত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র লাঠি সোঠা নিয়ে ধান কাটায় আমাদের বাধা প্রদান করে ও আমাদের ধান নিয়ে যায়। স্থানীয় ভূমিহীন, আবুল কাশেম মাদবর সহ আরো অনেকে বলেন, আমরা ধান লাগিয়েছি আজ ধান আমরা কাটতে আসছি  কিন্তু শরীয়তপুরের দুলাল মোতাইত ও জসিম মোতাইতের লোকজন এসে আমাদের ধান নিয়ে গেছে। স্থানীয় সালিশ ও গ্রাম মুড়ব্বি নুরুল ইসলাম আকন জানান, সরকার গরীব অসহায় ভূমিহীন মানুষদের জমি বন্ধবস্থ দিয়েছে তারা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছে। কিন্তু আইন অমান্য করে ভূমিদস্যুরা জোরপূর্বক জমির ধান কেটে নিয়ে যায়। তাদের দাবি প্রকৃত ভূমিহীনরা তাদের অধিকার থেকে যেন বঞ্চিত না হয়।
সাওরা সৈয়দখালী পুলিশ ফাঁড়ির (হরিনাথপুর) পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) শহিদুল জানান আগামী শনিবার হিজলা ও গোসাইরহাট মাধ্যমে সালিশ বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন কর্তন করা ধান স্থানীয় চৌকিদারের মাধ্যমে জিম্মায় রাখা হয়েছে। যারা পাবে তাদেরকে দেয়া হবে। ধান কাটার বিষয় সদ্য যোগদানকারী উপজেলা সরকারি কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি পোদ্দার বলেন কোন ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন