আপডেট: ডিসেম্বর ৪, ২০২৫
শাহজাহান খান বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি :ঃবরিশালের
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শাহজাহান খান। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, আরিফ আহমেদ মুন্না , সাইফুল রহিম, মাওলানা রফিকুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘ ৩৫ বছরেও বাবুগঞ্জে কোনো ইউএনওকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়নি। বিদায়ী ইউএনও ফারুক আহমেদ দায়িত্বকালীন সময়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে সম্পন্ন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তার আন্তরিকতা, কর্মদক্ষতা ও মানবিক ভূমিকার কারণেই সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠন তাকে সম্মাননা জানিয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও ফারুক আহমেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাবুগঞ্জের মানুষের ভালোবাসা তার কর্মজীবনের মূল্যবান অর্জন। তিনি ভবিষ্যতেও দেশের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিকবৃন্দ।