স্টাফ রিপোর্টার ::গত সপ্তাহে বাজারে বোতলজাত ভোজ্যতেলের দাম বেড়েছে ৬ টাকা। এখন নতুন দরেই সাথে সৃদ্ধি করে ৫ টাকা বেশি দরে সব দোকানে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। তেলের সঙ্গে বাড়তি রয়েছে পুরোনো পেঁয়াজের দামও। সেই সঙ্গে বেশির ভাগ সবজির দাম এখন স্বস্তি ফেরেনি সবজি বাজার ।
গতকাল শুক্রবার বরিশাল নগরীর বাংলাবাজার , পোট রোড বাজার , বহুমুখী কাচা বাজার, নতুন বাজার ঘুরে দেখা গেছে, শীত মৌসুমের বিভিন্ন সবজির সরবরাহ বেড়েছে।তবুও স্বস্তি ফেরেনি সবজি বাজার।চলতি মাসের দিকে সবজির দাম কমবে বলে জানান বিক্রেতারা
তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়েছে সরকার।কিন্তু বরিশালের ব্যবসায়ীরা ৫ টাকা বৃদ্ধি করে সয়াবিন তেলের এক লিটারের বোতলের দাম ২০০ টাকায় দরে বিক্রি করে । ৫ লিটারের বোতলের দাম ৯৯০ টাকা করা হয়েছে। গতকাল বাজারে গিয়ে দেখা যায়, সব দোকানেই বৃদ্ধি দরে সয়াবিন বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে।
বাজারে পেঁয়াজের দামও এখন বাড়তি। যদিও নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। পেঁয়াজের কেজি ১১০–১২০ টাকা। পুরানো পেঁয়াজের দাম আরও বেশি, কেজি ১৪০ টাকা। বিক্রেতারা জানান, নতুন পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে।
বাজারে প্রতি কেজি নতুন সাদা আলু বিক্রি হচ্ছে ৪০–৫০ টাকা। আর নতুন লাল আলুর কেজি ৭০ টাকা। কয়েক দিন আগে নতুন আলুর দাম ৮০০ টাকার ওপরে ছিল। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমেছে। তবে পুরোনো আলুর কেজি ২০–২২ টাকা।
সরবরাহ বাড়লেও বেশির ভাগ সবজির দাম এখন স্বস্তি ফেরেনি সবজি বাজারে। গতকাল বাজারে প্রতি কেজি ফুলকপি ও বাধাকপি ৩৫–৪৫ টাকা, লাউ ৬০–৭০ টাকায় বিক্রি হয়েছে। অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ৬০ টাকা, মুলা ৩০-৩৫টাকা, শালগম ৩৫ টাকা, শিম ৫০ টাকা ,করলা৮০টাকা ও দেশি টমেটো ১০০ টাকায় বিক্রি হয়েছে।