২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

উজিরপুরের সাতলায় গভীর রাতে দুর্ধর্ষ চুরি ৯ লক্ষ টাকার ক্ষতি

আপডেট: জানুয়ারি ২০, ২০২৬

মো: আলীনুর ইসলাম নয়ন,  উজিরপুর ঃঃ বরিশাল জেলায় উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পটিবাড়ি এলাকায় সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। গভীর রাতে সংঘটিত এই ঘটনায় একটি বসতঘর থেকে নগদ টাকা, স্বর্ণ ও রুপার গহনাসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার খেজুরিয়া গ্রামের বাসিন্দা মোঃ খোরশেদ আলম খন্দকারের ছেলে মোঃ কামাল খন্দকার সাতলা সানুহার সড়কের পাশে শ্বশুরবাড়ির নিকট একটি নতুন বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস করছিলেন। জীবিকার তাগিদে তিনি ঢাকার কচুক্ষেত এলাকায় মাছের ব্যবসার উদ্দেশ্যে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে স্ত্রী খাদিজা বেগম দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন এবং মাঝে মাঝে বাবার বাড়িতে রাতযাপন করতেন।
গত ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের লকারে রাখা নগদ অর্থসহ স্বর্ণ ও রুপার গহনা চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় সোমবার খাদিজা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়—
ঘরের লকারে থাকা নগদ ১ লক্ষ ৮৫ হাজার টাকা, তার মেয়ের মাটির ব্যাংকে সঞ্চিত প্রায় ২০ হাজার টাকা, দুই ভরি ওজনের দুটি স্বর্ণের রুলি (আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ৮০ হাজার টাকা), একটি স্বর্ণের নেকলেস (বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৮৫ হাজার টাকা) এবং প্রায় ১০ ভরি ওজনের বিভিন্ন রুপার গহনা (বাজারমূল্য আনুমানিক ১৮ হাজার টাকা) চুরি হয়েছে। সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষ ৬৮ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে অভিযোগ তদন্তের দায়িত্বপ্রাপ্ত উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলাম জানান, “ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ ধরনের চুরির ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ দোষীদের আইনের আওতায় আনা হবে এবং এলাকায় পুনরায় নিরাপত্তা নিশ্চিত হবে।

63 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন