আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫
স্টাফ রিপোর্টার ঃঃ মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বেলস্ পার্কে ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিটি উপজেলায় বিজয় মেলার আয়োজন করা হয়েছিলো। ব্যতিক্রমধর্মী বিজয় মেলার আয়োজন করে সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল নগরীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন পুস্পস্তবক অর্পণ করেন। পরে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসি, বিভিন্ন রাজনৈতিক, ফায়ার সার্ভিস কর্মী, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা পুস্পস্তবক অর্পন করেন। পরে কীর্তনখোলা নদী সংলগ্ন ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়েছে।
বর্ণাঢ্য র্যালির নিয়ে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্র্রার্থী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ মহানগর বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দরা।
জামায়াতে ইসলামীর কর্মসূচিতে বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসেন হেলালের নেতৃত্বে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অপরদিকে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আফরোজা আক্তার নাসরিনের নেতৃত্বে বিশাল র্যালি নিয়ে বিএনপির একাংশের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন।
এবারের বিজয় দিবসে পুস্পস্তবক অর্পন করতে আসা তরুন প্রজন্ম চাচ্ছেন-বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ।
সকাল নয়টায় নগরীর বেলস্ পার্কে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন। শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধণ করা হয়।
পরে বেলসপার্কে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। বেলা ১১ টায় বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অপরদিকে দুপুর দুইটা থেকে কীর্তনখোলা নদীতে নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
সকাল আটটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর শাখার আয়োজনে নগরীতে বিজয় র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন-জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসন থেকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে বিজয় র্যালির আয়োজন করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে ২৫ বিএনসিসি ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্টের বরিশাল জেলার আয়োজনে সেনা এবং নৌ-শাখার ক্যাডেট চৌকস ক্যাডেটগণ বিজয় রালি বের করেন।
একইদিন ব্যাপক আয়োজনে বরিশালের প্রবেশদ্বার গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলণ ও জাতীয় সংঙ্গীত পরিবেশন শেষে বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে ভোর ছয়টায় উপজেলা চত্বরের শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, গৌরনদী মডেল থানা, হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস, বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। একইদিন দুপুরে বিজয়মেলা, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অপরদিকে বিজয় দিবস উপলক্ষে ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলার আগৈলঝাড়া, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।