৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে জাটকা ইলিশের মহা উৎসব ,৬৫ মন জাটকা জব্দ

আপডেট: জানুয়ারি ২১, ২০২০

বিজয় নিউজ::
বরিশালে জাটকা ইলিশের ছয়লাব প্রশাসন ম্যানেজ করে বরিশাল পোট রোড মৎস্য আড়ৎদে চলছে রমরমা জাটকা ইলিশ বিক্রয় । এক ব্যাবসায়ীর নিয়ন্তন করে । আরএই জাটকা ইলিশ ব্যাবসা করে মৎস্য ব্যাবসায়ীরা । নদীতে অভিযান চলে এবং বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে জাটকা ইলিশ জব্ধ করে। কিন্তু পোট রোড চলেছে জাটকা ইলিশের মহা উৎসব।

এ দিকে বরিশালে কোষ্টগার্ডের অভিযানে ৬৫ মন জাটকা জব্দ করা হয়েছে।

জব্দকৃত এসব জাটকা মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা-এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

এরআগে কোষ্টগার্ডের বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার এম শাহজামালের নেতৃত্বে সোমবার দিবাগত রাতে বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরিনিয়াবাত সেতুর ঢালের টোলপ্লাজায় চেকপোষ্ট বসানো হয়। পরে সেখানে বেপারী পরিবহনের দুটি ও অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ৬৫ মন জাটকা জব্দ করা হয়। এসব জাটকা পটুয়াখালীর গলাচিপা, দশমিনা ও কালাইয়া থেকে ঢাকায় পাচার করা হচ্ছিলো।

96 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন