৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

চীনে ৩ হাজার বছরের পুরনো স্বর্ণের মাস্ক উদ্ধার

আপডেট: মার্চ ২৩, ২০২১

ছবি: সিএনএন
অনলাইন ডেস্ক :: চীনের সিচুয়ান প্রদেশে তিন হাজার বছর আগের বিপুল সংখ্যক শিল্পকর্ম পাওয়া গেছে। যার মধ্যে সোনার তৈরি মুখোশের অবশিষ্টাংশও রয়েছে।

২৮০ গ্রাম ওজনের এবং ৮৪ শতাংশ স্বর্ণ দিয়ে তৈরি এই আনুষ্ঠানিক মুখোশ। মার্কিন গণমাধ্যম সিএনএন এমন খবর দিয়েছে।

চীনের জাতীয় সংস্কৃতি বিষয়ক প্রশাসন জানিয়েছে, ছয়টি নতুন গর্ত থেকে অন্তত ৫০০ আইটেম উদ্ধার করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব বস্তু থেকে প্রাচীন শু রাজ্য নিয়ে আরও নতুন অনেক তথ্য জানা সম্ভব হবে।

স্বর্ণের মুখোশ ছাড়াও ব্রোনজ, সোনার ধাতু, হাতির দাঁত, জেড ও হাড়ের বিভিন্ন শিল্পকর্মও উদ্ধার করা হয়েছে।

১৯২০ সালের পর এই জায়গাটি থেকে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি শিল্পকর্ম পাওয়া গেছে।

তখন একজন স্থানীয় কৃষক সেখানে আসলে বেশ কয়েকটি পুরাতাত্ত্বিক নির্দশন দেখতে পান। এরপর থেকে অব্যাহতভাবে প্রত্নতাত্ত্বিক স্থানটিতে অনুসন্ধান চলছে।

সবচেয়ে বড় সফলতাটি এসেছে ১৯৮৬ সালে। এ সময়ে দুটি গর্ত থেকে একহাজারের বেশি শিল্পকর্ম উদ্ধার করা হয়েছে।

137 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন