২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা কমেছে

আপডেট: এপ্রিল ২৪, ২০২১

বিজয় নিউজ:; বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা কমেছে। শনিবার সকালের পূর্বের ২৪ ঘণ্টায় বিভাগে আক্রান্ত হয়েছেন এক হাজার ২শ ৭৫ জন। যা শুক্রবারের তুলনায় ১৬৭ জন কম। এছাড়া সুস্থ্য হয়েছেন এক হাজার ৫শ ৫৫ জন ব্যক্তি। শনিবার সকালে এতথ্য জানিয়েছেন স্বাহ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

স্বাহ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক আক্রান্ত হয়েছে দ্বীপ জেলা ভোলায়। এই জেলায় আক্রান্তের সংখ্যা ৩শ ২৮ জন। ২শ ৮২ জন নতুন আক্রান্ত নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বরগুনা জেলা। পর্যায়ক্রমে পটুয়াখালী ১শ ৮৯ জন, ঝালকাঠি ১শ ৮০ জন, বরিশালে ১শ ৬৩ ও পিরোজপুরে ১শ ৩৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া চলতি বছরে বরিশালে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২১ জন ও সুস্থ্য হয়েছেন ৩৬ হাজার ৩শ ১১ জন। বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। স্বাহ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১০ জন বলে জানিয়েছেন বিভাগীয় পরিচালক।

200 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন