২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

প্রথম প্রেম মানুষ যে কারণে ভুলতে পারে না

আপডেট: জুলাই ২৬, ২০২১

লাইফস্টাইল ডেস্ক:; প্রথম কারও প্রেমে পড়লে, তাকে সহজে ভোলা যায় না। হাজার চেষ্টা করলে সারা জীবনই মনের অগোচরেই রয়ে যায় প্রিয় ওই মানুষটি। অনেক সময় প্রথম প্রেম শেষ পর্যন্ত পরিণতি পায় না। তবুও প্রিয় মানুষটির কথা আজীবনই মনে রয়ে যায়। তবে কেন প্রথম প্রেমের স্মৃতি মানুষ ভুলতে পারে না? এ বিষয়ে হয়তো কারও জানা নেই!

মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, প্রথম প্রেম অনেকটাই স্কাইডাইভ বা প্রথমবার আকাশ থেকে লাফ দেওয়ার মতো ঘটনা। প্রথমবারের ঘটনাটি যেভাবে মনে গেঁথে যায়, পরে ১০বার লাফ দিলেও আগের স্মৃতিটাই মনে রয়ে যায়।

ঠিক তেমনই প্রেমের ক্ষেত্রেও প্রথম অভিজ্ঞতা অনেক বেশিই মনে থাকে। অধিকাংশ মানুষের ১৫-২৬ বছর বয়সের মধ্যে মস্তিষ্কে আকস্মিক স্মৃতির একটি বিষয় থাকে। আকস্মিক স্মৃতির বিষয়টি যাদের থাকে; তারা অধিক স্মৃতিকাতর বা স্মৃতি রোমন্থন করেন।

এই স্মৃতি বেশির ভাগ ক্ষেত্রে ইতিবাচক স্মৃতি হয়। এ কারণেই ১৫-২৬ বছর বয়সের সময় প্রথমবারের মতো অভিজ্ঞতা করা জিনিস স্মৃতিতে ফিরে আসে, মনের পর্দায় ভেসে ওঠে বারবার। জেনে নিন আরও যেসব কারণে প্রথম প্রেম ভোলা যায় না-
>> প্রেম নিয়ে ছোট থেকেই অনেকে ভিন্নভাবে ভেবে থাকেন। কেউ কেউ অল্প বয়সে পড়ে পড়েন। যদিও তা ঘটে যায় অনেকটা মোহের বশে। তবে যখন কেউ সত্যিকারের প্রেমে পড়েন; তখন তারা মন থেকে ভালোবাসেন। আর মন থেকে কাউকে ভালোবাসলে সেখানে কোনো স্বর্থ বা উদ্দেশ্য থাকে না।

>> প্রথম প্রেমে কোনো রকম অপরাধ বোধ থাকে না। প্রথম প্রেম হয়ে থাকে সতেজ। ফলে ভালোবাসা, রোমান্স যেটুকু থাকে তা মন থেকেই থাকে। প্রথম হাত ধরা, প্রথম পাশাপাশি হাঁটা, প্রথম একে অপরের সঙ্গে নিজের ভালো লাগা বা মন্দ লাগা শেয়ার করার মজাই অন্যরকম।

>> প্রথম প্রেমে একসঙ্গে অনেক কিছুই প্রথম হয়। বন্ধুত্ব আর প্রেমের মধ্যে খানিক হলেও তফাৎ আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধুত্ব খুব বেশি গাঢ় হলেই অনেকে তা প্রেম হিসেবে ধরে নেয়।

>> প্রথম প্রেমে পড়লে দু’জনে একসঙ্গে খেতে যাওয়া, একে অন্যের সঙ্গে সময় কাটানো ইত্যাদি মনে দাগ কেটে যায়। আর সেখান থেকেই সম্পর্ক দৃঢ় হয়।

>> বিশেষজ্ঞদের মতে, প্রথম প্রেমের স্মৃতি রোমন্থনে প্রতিবার ভালো লাগার অভিজ্ঞতা জাগায়। এ কারণেই কেউ ভুল পারেন না প্রথম প্রেম্

263 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন