২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায় শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে

আপডেট: মে ২৯, ২০২২

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশায় পূর্বশ্রুতার জেরধরে পরিকল্পিত ভাবে এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের মিথ্যা সংবাদ প্রকাশ করায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
বিগত ইউপি নির্বাচনের জেরধরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ধূবালা গ্রামের দানিছুর রহমান চৌধুরী তার নিজ গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ২৪ মে মঙ্গলবার ক্লাস রুমে পঞ্চম শ্রেনীর ছাত্রী পড়া না পারায় ওই ছাত্রীকে দমক দিয়ে বলেন আগামি দিন পড়া না শিখে আসলে ক্লাসে ডুকতে দেওয়া হবে না। ওই ঘটনাটিকে কেন্দ্রকরে বিদ্যালয়ের আশেপাশে থাকা প্রতিপক্ষের লোকজন পূর্বশ্রুতার জেরধরে ওই সুযোগকে কাজে লাগিয়ে তারা এলাকায় রটিয়েছে যে, সহকারী শিক্ষক দানিছুর রহমান চৌধুরী পঞ্চম শ্রেনীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তুলা হয়। পর দিন ২৬ মে বৃহস্পতিবার স্থানীয় পত্রিকাসহ একাধিক পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। এ নিয়ে ধূবালা গ্রামবাসীর মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে অভিযুক্ত সহকারী শিক্ষক দানিছুর রহমান চৌধুরী বলেন, বিগত ইউপি নির্বাচনকে কেন্দ্রকরে একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে মিথ্যা,বৃত্তিহীন ও বানুয়াট সংবাদ প্রকাশ করেছে। যার বিন্দুমাত্র সত্যতা নেই। আমার বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী আমার সন্তানের মতো।

826 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন