আপডেট: মার্চ ৬, ২০২৩
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: নিজামূল কবীর তিন দিনের সরকারি সফরে আজ বরিশাল আসছেন। সফরসূচি অনুযায়ী বৃহষ্পতিবার সকালে তিনি গণযোগাযোগ অধিদপ্তরের বরিশাল জেলা তথ্য অফিসের নিয়মিত প্রচারের অংশ হিসেবে গুজব অপপ্রচার, সাম্প্রদায়িকতা, মাদকের বিরুদ্ধে প্রচার কার্যক্রম ও দাপ্তরিক কাজ পরিদর্শন করবেন।
শুক্রবার বরিশাল জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প স্থান ও জেলা ব্র্যান্ডিং এর আওতায় বরিশালের দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। এর পরে তিনি ঢাকায় ফিরে যাবেন।
বিসিএস এয়োদশ ব্যাচের কর্মকর্তা মো: নিজামূল কবীর গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে গত ২২ জানুয়ারি ২০২৩ তারিখে দায়িত্ব গ্রহণ করেন। মহাপরিচালক এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মময় জীবনে ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, তথ্য অধিদপফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার, ফিল্ম আর্কাইভের পরিচালক, ফিল্ম সেন্সর বোর্ডের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসারসহ মাঠ পর্যায়ে বিভিন্ন জেলা তথ্য অফিসারের দায়িত্ব পালন করেছেন।
সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, চেক রিপাবলিক, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ পৃথিবীর বহুদেশ সফর করেছেন।