১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

গোপন বুথে ভোটারদের সঙ্গে আ. লীগ নেতাদের প্রবেশের অভিযোগ

আপডেট: মে ২৫, ২০২৩

বিজয় নিউজ:; গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট শুরু হয়েছে সকাল ৮টা থেকে। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ধৈর্য নিয়ে ভোট দিচ্ছেন তারা।

দুই নম্বর ওয়ার্ডের লোহা আলী সরকারের প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের বিভিন্ন গোপন বুথে ভোটারদের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীরা প্রবেশ করছেন। তাদের ভোটদানে প্রভাবিত করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে কলিং অফিসার সোহরাব আলি বলেন, আওয়ামী লীগের নেতারা কয়েকজন লোক দেখে বলে দিয়ে গেছে, তারা যা করবে তাই মানতে হবে। এ কারণে আমরা তাদের বাধা দিতে পারছি না। তিনি বলেন, আমরা শিক্ষক মানুষ। আমাদের মানসম্মান আছে। মানসম্মান রক্ষার জন্য আমরা কিছু বলতে পারছি না।

63 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন