৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

বানারিপাড়ার যুবদলের নেতার বাবাকে দেখতে যান কেন্দ্রীয় কৃষক দলের নেতা সেন্টু

আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৫

স্টাফ রিপোর্টার ঃঃ বরিশাল বানারীপাড়ার যুব দলের নেতা সোহাগ মুন্সির এর অসুস্থ  বাবাকে  শুক্রবার রাত ৯ টায়  দেখতে যান  কেন্দ্রীয় কৃষক দলের  সহ সাধারন সম্পাদক  ও বরিশাল বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক  লায়ন আক্তার হোসেন সেন্টু ।  এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌর  কৃষকদলের আহবায়ক  গাফার চৌধুরী, বরিশাল জেলা কৃষক দলের  সদস্য সচিব  এস এম শফরুল আলম, বরিশাল মহানগর কৃষক দলের  আহবায় জাহিদ তালুকদার, বরিশাল মহানগর  জাসাস আহবায়ক  মীর আদনান হোসেন তুহিন প্রমুখ।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন