৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উদ্যোগে ৭ই নভেম্বর পালন

আপডেট: নভেম্বর ৭, ২০২৫

বিজয় নিউজ  ::  ৯০ এর জাতীয়তাবাদী ছাত্র ফোরামের পক্ষ থেকে হিজলায় পৃথকভাবে মহান বিপ্লব ও সংহতিদিবস পালন করাহয়।
উপজেলার খুন্না বাজারে আলাদাভাবে সংগঠনটি ৭ নভেম্বরকে স্মরণে রেখে ৯০ এর জাতীয়তাবাদী ছাত্র ফোরাম এর সভাপতি জহিরুল আলম নবাওলাদারের নেতৃত্বে একটি রেলি বের হয়।
রেলিটি শ্রীপুর থেকে খুন্না বাজার হয়ে বিএনপি’র কার্যালয়ে শেষ হয়। এতে অংশ নেন দলটির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন পেদা, সহ-সাধারণ  সম্পাদক আনিসুর রহমান আজিল, সাংগঠনিক সম্পাদক মামুন আলম হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, টিপু হাওলাদার সহ একাধিক নেতৃবৃন্দ।
রেলি শেষে আনিসুর রহমান আদিল বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে এবং জনাব রাজিব আহসানের পক্ষে উদ্বুদ্ধ হয়ে ধানের শীষে কাজ করতে হবে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন