আপডেট: ডিসেম্বর ৪, ২০২৫
স্টাফ রিপোর্টার ঃঃবরিশালে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আসর বাদ নগরীর ২০ ওয়ার্ডের কলেজ এভিনিউ লেচুশাহ সড়কের বায়তুন নুুর জামে মসজিদে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়ে। কলেজ এভিনিউ ও লেচুশাহ সড়কের বাসিন্দাদের আয়োজনে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ও মুসুল্লিরা। বায়তুন নুর জামে মসজিদের সাধারণ সম্পাদক ও ২০ নং ওয়ার্ড বিএনপির নেতা হাবিবুর রহমান মিল্টন বলেন, খালেদা জিয়ার অসুস্থতায় আজ সারাদেশ নিস্তব্ধ হয়ে গেছে৷ খালেদা জিয়া একটি দলের নেত্রী থেকে দেশনেত্রী হয়েছেন। আজ তার অসুস্থতায় দেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করছে।