২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আকাশে সূর্যগ্রহণ, দেখুন ছবিতে

আপডেট: জুন ২১, ২০২০

বিজয় নিউজ:: বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করল বিশ্ব। বাংলাদেশের রাজধানী ঢাকার আকাশেও আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে।

ঢাকা বিভাগে রোববার বেলা ১১টা ২৩ মিনিট ৩ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হয়ে ২টা ৫২ মিনিট ৩ সেকেন্ডে শেষ হয়।

এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরেও সূর্যগ্রহণ দেখা গেছে।

বাংলাদেশ থেকে পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে ২০২২ সালের ২৫ অক্টোবর।

এদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সারা দেশের মতো ঢাকাতেও আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে।

ঢাকার মতিঝিল থেকে সূর্যগ্রহণের ছবিগুলো তুলেছেন যুগান্তরের প্রধান ফটো জার্নালিস্ট এসএম গোর্কী।

এছাড়া ময়মনসিংহে ১১টা ২৩ মিনিট ২ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হয়ে ২টা ৫১ মিনিট ২ সেকেন্ডে শেষ, চট্টগ্রামে ১১টা ২৮ মিনিট ১২ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫৫ মিনিট ১৩ সেকেন্ডে শেষ, সিলেটে ১১টা ২৭ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫৪ মিনিট ৫২ সেকেন্ডে শেষ, খুলনায় ১১টা ২০ মিনিট ১৯ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫০ মিনিট ৯ সেকেন্ডে শেষ, বরিশালে ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫২ মিনিট ১ সেকেন্ডে শেষ, রাজশাহীতে ১১টা ১৭ মিনিট ১৪ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৭ মিনিট ৫৫ সেকেন্ডে শেষ এবং রংপুরে বেলা ১১টা ১৭ মিনিট ৫৯ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৮ মিনিট ৩৩ সেকেন্ডে সূর্যগ্রহণ শেষ হয়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ২১ জুলাই সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হয় কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হয় কঙ্গোর প্রজাতন্ত্রের বোমা শহরে বেলা ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে।

সর্বোচ্চ গ্রহণ হয় ভারতের যোশীমঠ শহরে বেলা ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপাইনের সামার শহরে বেলা ২টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে ফিলিপাইনের মিন্দানাও শহরে বিকাল ৩টা ৩৪ মিনিটে।

101 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন