২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

দুই হাতের কব্জি কেটে নেয়ায় চেয়ারম্যান গ্রেফতার

আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ।।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে রুবেল হোসেন নামে এক ঘাট ব্যবসায়ীর দুই হাতের কব্জি কাটার ঘটনায় অভিযুক্ত ফয়েজ চেয়ারম্যানসহ তার এক সহযোগীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৪ জনকে গ্রেফতার করলো পুলিশ। তারা হলেন, প্রধান অভিযুক্ত উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমদ (৩৫), সহযোগী তারেক আহমদ (৩৫), জাহাঙ্গীর আলম (৩৫) ও আলাউদ্দিন (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে নওগাঁ পালিয়ে যাবার সময় অভিযুক্ত উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমদসহ তার অপর সহযোগী তারেককে সদর উপজেলার আমনুরায় পুলিশের চেকপোস্টে গ্রেফতার করা হয়।

তিনি জানান, রুবেলের ওপর হামলার পর থেকেই পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছিল আসামিদের ধরতে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রুবেল জানান, শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দিনের সঙ্গে নদীর ঘাট নিয়ে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে দুই হাতের কব্জি কেটে দিয়েছে।

রুবেলের চাচাতো ভাই আব্দুস সালাম জানান, বুধবার রাতে রুবেল তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। এসময় শিবগঞ্জের উজিরপুর বেড়ি বাঁধের কাছে কয়েকজন তাদের পথ রোধ করে এবং ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজের সঙ্গে দেখা করতে বলে।

রুবেল তার বন্ধুদের নিয়ে চেয়ারম্যানের কাছে গেলে, তার দুই বন্ধুকে ঘরে আটকে রাখা হয়। আর রুবেলের মুখ ও চোখ গামছা দিয়ে বেঁধে পদ্মা নদীর বাঁধের নিচে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্যাতন করে দুই হাতের কব্জি কেটে নেয়া হয়।

পরিবারের লোকজন রাত ১টার দিকে খবর পেয়ে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে রুবেল রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

84 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন