২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাজারের দেড় শতাধিক দোকান ভস্মীভূত

আপডেট: নভেম্বর ২০, ২০১৯

বিজয় নিউজ:: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেড় শতাধিক দোকান ঘর ভস্মীভূত হয়।

বুধবার দুপুরের এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে আশপাশের বাড়ি ও বিভিন্ন জলাধার থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এবং সাঘাটা থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উপস্থিত হয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই কাপড়ের দোকান, মসলার দোকান ও কাঁচা সবজির দোকানসহ দেড় শতাধিক দোকান পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে অনেকের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মতিয়ার রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে তিনি ঘটনাস্থলে রওনা দেন এবং পার্শ্ববর্তী সাঘাটা ফায়ার সার্ভিসকেও বিষয়টি জানান। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

87 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন