২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বিসিসি’র পরিচ্ছন্ন কর্মী আমির গাজী হত্যার বিচার দাবীতে মানববন্ধন

আপডেট: এপ্রিল ১৩, ২০২১

বিজয় নিউজ:: বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পরিচ্ছন্ন কর্মী মো. আমির গাজী হত্যাকারীদের গ্রেফতার সহ কঠোর বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর ব্যানারে সোমবার নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত আমির গাজী (২৪) নগরীর আলেকান্দা রিফিউজি কলোনী এলাকার বাসিন্দা আলতাফ গাজীর ছেলে। সে সিটি কপোরেশনের একজন পরি”ছন্ন কর্মী ছিলেন।
মানববন্ধনে নিহতের স্বজনরা তাদের বক্তব্যে বলেন, সন্ত্রাসীরা পুর্ব পরিকল্পনা অনুযায়ী আমির গাজীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এমন হত্যাকান্ডে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় এনে কঠিন শান্তির আহ্বান জানান তারা।
গত ২৬ জানুয়ারী মোটর সাইকেলকে কেন্দ্র আমিরকে গুরুতর জখম করে সস্ত্রসী কিশোর গ্যাং। এরপরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ মার্চ রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ৪ এপ্রিল তার মা খাদিজা বেগম বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় ৯ জনকে আসামী করা হয়েছে।

93 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন