২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

হিজলায় মৎস্য অভিযানে অরাজকতা ॥ রক্ষক যখন ভক্ষক

আপডেট: অক্টোবর ১৬, ২০১৯

   ইলিশ মাছ

বিজয় নিউজ:: হিজলা উপজেলায় মৎস্য অভিযানের নামে চলছে অরাজকতা। রক্ষকগণ ভক্ষকের ভুমিকায়। অভিযানের শুরু থেকে চলমান সময় পর্যন্ত বিভিন্ন সময় মৎসদের কাছ থেকে মাছ সংগ্রহ করে নামকাওয়াস্তে এতিম খানায় মাছ বিতরণ করে বাছাই করা মাছ নিজেরাই গুদামজাত করছেন তারা।

অভিযোগ রয়েছে সয়ং হিজলা উপজেলা সহকারী মৎস্য কর্মকতা অনিল চন্দ্র দাস নিজেই এ ব্যবসায় নিয়োজিত রেখেছেন তাকে। থাকেন জেলা পরিষদ ডাক বাংলোয় হিজলায়। নিজে সাধু সেজে নিজেই ফ্রিজ কিনে মাছ সংগ্রহ করছেন হিজলা উপজেলায়।

নাম প্রকাশ না করার শর্তে সুত্র  জানায় হিজলার ওয়ালটন শো রুম থেকে বৃহদাকার ডিপ ফ্রিজ কিনে সোমবার রাত ১১টার দিকে হিজলা উপজেলায় ডাকবাংলোর কেয়ারটেকার মন্নানের বাড়িতে উঠান। ঐ রাতেই ফ্রিজ ভরে যায় ইলিশে।

অভিযোগ বিষয় অনিল চন্দ্র দাস জানান কেউ অভিযোগ তরতেই পারে। তবে গতকাল অভিযান ছিল সেখানে ১০ জনকে জরিমানা করে জেলে পাঠানো হয়।

90 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন