আপডেট: জানুয়ারি ১, ২০২২
চেয়ারম্যান প্রার্থীদের ছবি -বিজয় নিউজ
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা (সুনামগঞ্জ):: আসন্ন পঞ্চম ধাপে ইউপি নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১০ ইউনিয়নে ৪৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২৫ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৩৮৯ জন সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই নির্বাচনী এলাকায় জমে উঠেছে নির্বাচনী হাওয়া। নবীন প্রবীনে হাড্ডা হাড্ডী লড়াই। নৌকার ঠেকাতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা উঠে পড়ে লেগেছে। প্রতিটি ইউনিয়নে নৌকা ঠেকাতে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ৬টি ও মধ্যনগর উপজেলায় ৪টি মোট ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসে সাধারন ভোটারদের মাঝে জল্পনা আর কল্পনার ঝর উঠেছে। ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু নৌকা প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী আনারস প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। জয়শ্রী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাসক সঞ্জয় রায় চৌধুরী নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে নাসরিন সুলতানা দিপা জেলা মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক তিনি নৌকা প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বি সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাকির হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম রাজা চৌধুরী নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক তিনি চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেলবরষ ইউনিয়নে তীরমুখী লড়াই উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক সুলতান উদ্দিন তালুকদার নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন শাহ চশমা প্রতীক নিয়ে খুব জোড়ে সুরে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রচারনায় তিনিই রয়েছেন এগিয়ে। মতিউল হক (মতিলাল) স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘোড়া প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। পাইকুরাটি ইউনিয়নে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি এম এম এ রেজা পহেল নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। তবে ওই ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোজ্জামেল হক ইকবাল চশমা প্রতীক নিয়ে বিদ্রহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোকনুজ্জামান রোকন স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘোড়া প্রতীক নিয়ে প্রচারনায় তিনি এগীয়ে রয়েছেন। ওই দুই প্রার্থীর মাঝে হ্ড্ডাা হাড্ডী লড়াই হবে। মধ্যনগর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার তার নির্বাচনী এলাকায় খুব জোড়েসুরে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ওই ইউনিয়নে। ওই ইউনিয়নে মধ্যনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মজনু চশমা প্রতীক ও সঞ্জব রঞ্জন তালুকদার টিটু ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ইউনিয়নেনৌকা, চশমা ও ঘোড়া প্রতীক হবে তীর মুখী লড়াই। চামরদানী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৯ জন, ওই ইউনিয়নে আলমগীর খসরু নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ইউনিয়নে মধ্যনগর উপজেলা যুবলীগের সহ সভাপতি আসাদ্দুজামান রোকন ঢোল ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না অটো রিক্সা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অটো রিক্সা ও ঢোল প্রতীক ওই দুই প্রার্থীর মধ্যে হবে হাড্ডা হাড্ডি লড়াই। বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়েনে বর্তমান চেয়ারম্যান আজিম মাহমুদ নৌকা প্রতীক ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ রাসেল আহমদ চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ইউনিয়নে হবে তীরমুখী লড়াইূ। বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, আনারস প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসাইন ও আওয়ামী লীগ বিদ্রহী প্রার্থ মোঃ নুর নবী তালুকদার ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।