১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ইনক্রিমেন্ট প্রদান সম্পর্কিত কার্যক্রম স্থগিতের প্রতিবাদ

আপডেট: মে ২৮, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এর অর্থ বিভাগ (বাস্তবায়ন অনুবিভাগ) কর্তৃক বিগত ১১ অক্টোবর ২০২১ তারিখে শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ইনক্রিমেন্ট প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন এস,আরও,নং-৩১৮-আইন/২০২১ জারি করা হয়। পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য শিক্ষকদের এই ইনক্রিমেন্ট বৃদ্ধির কাজটি শিক্ষকসহ রাষ্ট্র্রের সর্বমহলে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছিলো। শিক্ষা খাতকে শক্তিশালী করতে ও মেধাবীদের শিক্ষকতা পেশায় উদ্বুদ্ধকরণে বর্তমান সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ছিল। পিএইচডি ডিগ্রি অর্জনের নিমিত্তে ইনক্রিমেন্ট প্রাপ্যতা বিষয়ক অর্থমন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সম্মানিত শিক্ষকবৃন্দ পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ইনক্রিমেন্ট প্রাপ্য হবে কিনা সে বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) শিক্ষা মন্ত্রণালয়ের নিকট স্বপ্রণোদিত হয়ে লিখিত পত্র যাহার স্বারক নং-ইউজিসি/প্রশাঃ/৪(১৩৭)/৯৭/(অংশ নথি)/৪৪৩৪; তারিখ: ২৯ নভেম্বর ২০২১ এর মাধ্যমে নির্দেশনা জানতে চায়, যা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও অনাকাঙ্খিত। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত ইউজিসি অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রদেয় পিএইচডি ইনক্রিমেন্ট স্থগিত রাখার জন্য পরিপত্র জারি করে যার স্মারক নং-৩৭.০১.০০০.০৫২.২৩.০০০.২১/১৬৫৬; তারিখ: ১৮ মে ২০২২। ইউজিসির পরিপত্রে বলা হয় যে, ‘‘পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য এই ইনক্রিমেন্ট শুধুমাত্র কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে’’। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি ইউজিসির এই ধরনের কান্ডজ্ঞানহীন, বিপরীতমুখী ও বৈষম্যমূলক নীতি নিঃসন্দেহে উচ্চশিক্ষা বিস্তারের পথে প্রধান অন্তরায় হয়ে দাড়াবে। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ইউজিসির এহেন বৈষম্যমূলক, একপাক্ষিক ও বিমাতাসুলভ আচরণের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে অতিদ্রুত পিএইচডি ইনক্রিমেন্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য পিএইচডি ইনক্রিমেন্ট পুনর্বহাল করার নিমিত্তে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ইউজিসির নিকট জোর দাবি জানাচ্ছে।

84 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন