আপডেট: জানুয়ারি ১, ২০২৬
স্টাফ রিপোর্টার ঃঃ ইংরেজী বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের পাঠদান ও নতুন বই বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ খায়রুল আলম সুমন। ১ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার দুপুরে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বরিশাল জিলা স্কুল পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে শিক্ষা-কার্যক্রম নিয়ে কথা বলেন। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক বরিশাল মোঃ খায়রুল আলম সুমন। এসময় উপস্থিত ছিলেন অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম, উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসাইন, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোহাম্মদ আঃ জব্বার, প্রধান শিক্ষক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাহবুবা হেসেন ও প্রধান শিক্ষক বরিশাল জিলা স্কুলমু হাম্মদ নুরুল ইসলাম।