১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

আপডেট: জুলাই ৯, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে আহত তোফাজ্জল মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে নিহতের ছেলে বাবু মণ্ডল (১৮) পলাতক রয়েছেন।

নিহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, তোফাজ্জেল মণ্ডল দুটি বিয়ে করেন। এ নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় তোফাজ্জল হোসেন শুক্রবার তার প্রথম স্ত্রী রেজেদা খাতুনকে মারপিট করেন। এ সময় মায়ের ওপর অত্যাচার সহ্য করতে না পেরে ছেলে বাবু মণ্ডল তার বাবাকে ছুরি দিয়ে পেটে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।

এ সময় স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে আহত তোফাজ্জল মণ্ডলের মৃত্যু হয়েছে। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হলে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের ছেলে বাবু মণ্ডল পলাতক রয়েছেন।

115 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন