১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

খালেদা জিয়ার রুহে মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৬

শাহাজাহান খান বাবুগঞ্জ থেকে : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালের বাবুগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বাদ আসর চাঁদপাশা আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা চাঁদপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বরিশাল-৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন।জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করায় ফ্যাসিস্ট সরকার তাকে ১৭ বছর জেলে আবদ্ধ করে রেখে তাকে হত্যা করার উদ্দেশ্যে তার শরীরে পয়েজন নাশক ইঞ্জেকশন দিয়েছে দিয়েছিল ।রাখে আল্লাহ মারেকে বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা করতে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেই দেশ থেকে পালিয়ে গেছে। এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্ববায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স, সাবেক বিএনপি সাধারণ সম্পাদক শামসুল আলম ফকির, বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার,দুলাল সাহা, যুবদলের সদস্য সচিব ওবায়দুল হক, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ভিপি জুয়েল, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মিন্টু ব্যাপারী, কবির হোসেন, সাবেক ইউপি সদস্য জামাল হোসেন পুতুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

36 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন