১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

  উজিরপুরের বামরাইল বন্দরের দুই ফার্মেসিতে দুধর্ষ চুরির

আপডেট: জুলাই ৯, ২০২৩

বামরাইল বন্দরে  ফার্মেসিতে চুরি করার সময়  এক যুবককে দেখা যায় ছবিটি সিসি ক্যামেরা থেকে নেয়া ।

জাইদুল ইসলাম মোল্লা,উজিরপুর প্রতিনিধিঃ: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বন্দরে দুই ফার্মেসিতে সিসি ক্যামেরা সচল থাকা স্বত্বেও দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোর আতঙ্কে ব্যবসায়ীসহ বামরাইলবাসীরা । ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার বামরাইল বন্দরে ৯ জুলাই ভোর ৪টা ১৯ মিনিটে সাবেক ইউপি সদস্য মোঃ ছরোয়ার হোসেন খানের ছেলে মোঃ রনি খানের বামরাইল বন্দরে সিসি ক্যামেরা থাকা ফার্মেসির ব্যবসা প্রতিষ্ঠান থেকে চোরচক্ররা টিনের চালা ভেঙে হানা দিয়ে নগদ ৪৭ হাজার টাকা ও একটি মোবাইল সেট এবং প্রায় ৬০ হাজার টাকার ঔষধ লুটে নেয়। এছাড়াও সুমন সরদারের ফার্মেসি থেকে নগদ ১৭ হাজার টাকা এবং প্রায় ১০ হাজার টাকার ঔষধ লুটে নেয় চোরচক্ররা। উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।  এ ছাড়াও সিসি ক্যামেরার মাধ্যমে জড়িতদের সনাক্ত করার জন্য কার্যক্রম চলছে।

211 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন