১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে বিএনপির শোক র‌্যালি

আপডেট: জুলাই ২০, ২০২৩

বিজয় নিউজ:: বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সঞ্জীব হোসেনকে হত্যার প্রতিবাদে বরিশালে শোক র‌্যালি করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে মহানগর ও উত্তর জেলা বিএনপি এই পদযাত্রা বের করে। পদযাত্রার আগে সংক্ষিপ্ত সভা করেন নেতাকর্মীরা। শোক র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফের দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, নগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ।
বক্তারা বলেন, লক্ষ্মীপুরে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা সঞ্জিবকে কুপিয়ে হত্যা করেছে। এর আগেও অসংখ্য নেতাকর্মীকে হত্যা-গুম করেছে এই অবৈধ সরকার। এদফার সরকার পতনের আন্দোলন দেখে ভয়ে সহিংস আচরণ করছে। হত্যা-নির্যাতন করে আন্দোলন দমানো যাবে না। বরং আরও কয়েক গুণ শক্তি নিয়ে দেশের সাধারণ জনগণ এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করবে।

79 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন