আপডেট: আগস্ট ৭, ২০২৩
বিজয় নিউজ:; মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম নিয়ে বরিশালে সাংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন। জেলায় ৫৯৩৫টি ভূমিহীন-গৃহহীন পরিবার তালিকাভূক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে ৩২৪০টি গৃহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধন করে উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করেন। সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোঃ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহেল মারুফ, মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান, আরডিসি মোঃ মহিন উদ্দিন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, সুধী জন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪র্থ পর্যায়ে ভূমিহীণ ও গৃহহীণ পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করবেন। ৪র্থ পর্যায়ে বরিশাল জেলার ১০ টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৮৭৪টি পরিবারের জন্য নির্মিতব্য গৃহ হতে কবুলিয়তসহ গৃহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হবে। বরিশাল সদর ২৫৬ টি, মেহেন্দিগঞ্জ ১৫০ টি, উজিরপুর ২০ টি, বানারীপাড়া ১৬৩ টি, মুলাদী ২০ টি, বাবুগঞ্জ ৬২ টি, হিজলা ১৬৮ টি, আগৈলঝাড়া ৩৫ টি মোট ৮৭৪ টি গৃহ হস্তান্তর করা হবে। অসমাপ্ত বাকি গৃহ ও কবুলিয়ত সম্পাদনের কাজ দ্রুত সমাপ্ত করা হবে। এরপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ৪টি উপজেলা বাকেরগঞ্জ, উজিরপুর, মুলাদী ও বাবুগঞ্জকে সম্পূর্ন ভূমীহিন ও গৃহহীন ঘোষণা করেছেন। এপর্যন্ত জেলায় মোট ৫ হাজার ৯৩৫টি ভূমি ও গৃহহীন পরিবারের তালিকাভূক্ত করা হয়েছে।