২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

ধর্মপাশায় শোক দিবসে ব্যতিক্রমি উদ্যোগ আশ্রয়ণ প্রকল্পে উন্নত খাবার

আপডেট: আগস্ট ১৯, ২০২৩

ধর্মপাশা,সুনামগঞ্জ প্রতিনিধি:: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উপজেলার জয়শ্রী ইউনিয়নের তিনটি গ্রামে আশ্রয়ন প্রকল্পের পাঁচ শতাধিক অবহেলিত পরিবারের মাঝে উন্নত খাবার বিতরন করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার জয়শ্রী ইউনিয়নের সিমেরখাল (আদর্শ মুজিবনগর, গ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক ছবিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে মিলাদ মাহফিল, মোনাজাতের পর সিমেরখাল (আদর্শ মুজিবনগর) গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন-২প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ’ক’শ্রেণির শতাধিক পরিবারের মাঝে উন্নত মানের খাবার বিতরন করা হয়। পরিশেষে গোপিনগর ও মলয়শ্রী গ্রামে দুই শতাধিক আশ্রয়ন প্রকল্পের পরিবারের মাঝে উন্নত মানের খাবার বিতরন করা হয়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী, সাবেক উপদেষ্টা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ, সহ সভাপতি, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ টিম সদস্য, নির্বাচনপরিচালনা কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ এর বিনয় ভূষণ তালুকদার ভানুর উদ্যোগে এসব খাদ্যদ্রব্য বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মধ্যনগর ইউপি সাবেক চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, আওয়ামী লীগ, যুবলীগের অসংখ্য নেতাকর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে খাবারের প্যাকেট বিতরন করা হয়।

103 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন