২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায় ইজারাকৃত জলমহালে সন্ত্রাসী হামলা ও লুটপাট

আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৩

ধর্মপাশা,সুনামগঞ্জ প্রতিনিধি ::  সুনামগঞ্জের ধর্মপাশায় বীর মুক্তিযোদ্ধার সন্তানের ইজারাকৃত  কালীজানা গ্রুপ জলমহালটিতে সন্ত্রাসী হামলা। আদালতে মামলা দায়ের। উপজেলার সেলবরষ ইউনিয়নের অন্তভূক্ত কালীজানা গ্রুপ জলমহালটির আয়তন ২০ একরের বেশি। ১৪২৯ থেকে ১৪৩৪ বঙ্গাব্দ পর্যন্ত ছয় বছরের জন্য বাৎসরিক ৯৩ লাখ টাকা ইজারামূল্যসহ অন্যন্য পাওনা পরিশোধ সাপেক্ষে বীর উত্তর বাটাপাড়া উদয়ন মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর অনুকূলে বাৎসরিক খাজনা পরিশোধের জন্য নির্দেশ দেন।
অপর দিকে প্রতিপক্ষ মাটিকাটা গ্রামের জেলে বাবুল মিয়া তার দলবল নিয়ে রাতের অন্ধকারে ওই জলমহালের মাছ লুট করেছে বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে বীর উত্তর বাটাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর পক্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান সোহেল আহমেদ বাদী হয়ে সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ,বাবুলসহ একাধিক জেলেকে আসামী করে আদালতে ইজারাকৃত জলমহাল লুটের পৃথক দুটি মামলা দায়ের করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় থেকে কালীজানা গ্রুপ জলমহালের বাৎসরিক খাজনা পরিশোধের কোন চিঠি আসেনি।
জলমহাল ইজারাদার সোহেল আহমেদ বলেন, মনাই নদী প্রকাশিত কালীজানা গ্রুপ জলমহালটি ১৪২৯ সাল থেকে ১৪৩৪ বঙ্গাব্দ পর্যন্ত বাৎসরিক ইজারা মূল্য পরিশোধ করছি। আমার প্রতিপক্ষ বর্তমান সেলবরষ ইউপি চেয়ারম্যান গালাম ফরিদ, আওয়ামী লীগ নেতা ইসতেয়াক হোসেন চৌধুরী স্বপনসহ প্রভাবশালী একটি মহল বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ সংলগ্ন নদীতে বড় জাল পেতে মাছ ধরছে।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালত ও ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেছি।

164 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন