২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায় নির্বাচনী জনসভায় হাজার মানুষের ঢল

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৩

গিয়াস উদ্দিন রানা.ধর্মপাশা(সুনামগঞ্জ)::  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিনয় ভূষণ তালুকদার ভানু বাবুর নির্বাচনী জনসভায় হাজার মানুষের ঢল। স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১, ধর্মপাশা,জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর এ চার উপজেলা নিয়ে সুনামগঞ্জ-১, আসন গঠিত। এ আসনে হিন্দু ঐক্য পরিষদ ৮২ গ্রামের তৃণমূল আওয়ামী লীগের বর্ষিয়ান নেতাদের মিটিং-মিছিলে মুখরিত। সম্বাব্য প্রার্থী হিসেবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন বিনয় ভূষণ তালুকদার ভানু, সাবেক যুগ্ন সচিব (বিসিএস-প্রশাসন) নির্বাচন পরিচালনা কমিটির টিম সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের, সহ সভাপতি ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ। তিনি নির্বাচনী এলাকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গতকাল দুপুর ১২টায় মধ্যনগর বাজারে জনসভার আয়োজন করেন। এতে নারী-পুরুষসহ কয়েক হাজার মানুষ জনসভায় অংশ নেন।
বিনয় ভূষণ তালুকদার তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রী যাকেই মনোনয়ন দেবেন আমরা তার হয়েই কাজ করবো। নৌকার বিজয় সুনিশ্চিত করবো। স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই।
আওয়ামী লীগ নেতা,আলাউদ্দিনের সঞ্চালনায়, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল ছাত্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এড.অসিত সরকার সজল। আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান জজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা ছাত্তার মিয়া, বিনয় ভূষণ তালুকদার বিনয় প্রমুখ।

159 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন