২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলায় নবাগত ইউএনও’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৩

হিজলা প্রতিনিধি :: বরিশালের হিজলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ সাংবাদিকদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা করেন। সকাল ১১টা উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময়  হিজলা উপজেলার সকল সাংবাদিকগন উপজেলার নানান সমস্যাগুলো তুলে ধরেন এবং এর সমাধানে পরামর্শ প্রদান করেন। নবাগত নির্বাহী অফিসার সাংবাদিকদের উত্থাপিত সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং সমস্যা ও সমাধানের পথ নোট করেন। তিনি বলেন এ সমস্যা সমাধানে সাংবাদিকসহ দাপ্তরিক কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এক যোগে কাজ করবেন এবং পারস্পারিক সহযোগিতা কামনা করেন। কিছু দাবি দাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন, সুমনুর রহমান সোহাগ, যুগ্ম আহ্বায়ক মোঃ নুরনবী, আবদুল আলীম, মামুন তালুকদার, সদস্য সচিব মোস্তফা কামাল সাদ্দাম, সাংবাদিক মাহাবুবুল আলম সুমন, কাজী মহসিন, মনির মল্লিক, রাসেল মোল্লা প্রমুখ। উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এর আগে সকাল ১০টা বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন নবাগত নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ।

169 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন