২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

উজিরপুরে বিএনপির জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র ও মিথ্যাচার এর প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়

আপডেট: অক্টোবর ৩১, ২০২৩

  • জাইদুল ইসলাম মোল্লা উজিরপুর ঃঃ বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা মহা সড়কে বিশাল এক মোটরবাইক শোডাউন করেন যার নেতৃত্ব দেন, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াসউদ্দিন বেপারী, উজিরপুরে নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল মোহরায়
    ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টা থেকে উজিরপুর উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ইচলাদী বাসস্ট্যান্ডে জড়ো হয়। পরে জনগনের জানমালের রক্ষার্থে নেতাকর্মীরা ইচলাদী বাসস্ট্যান্ড টু বামরাইল পর্যন্ত মোটরসাইকেল মোহরা দেন।
    এক কথায় আওয়ামীলীগের দখলে ছিলো উজিরপুর। বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, আঃ হাকিম সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মোঃ আনিচুর রহমান নয়ন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, সাধারণ সম্পাদক মোঃ জালিছ মাহমুদ শাওন, ওটরা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান নাসিম। এছাড়াও দিনব্যাপী এ কর্মসুচিতে যোগদান করেন সাতলা, বামরাইল, হারতা, শোলক, ওটরা, বড়াকোঠা, গুঠিয়া, জল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
    বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী বক্তৃতাকালে বলেন, বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থেকেই ফায়সালা করা হবে।
    বিএনপি-জামাত আন্দোলন কর্মসূচির নামে পুলিশ হত্যাসহ সকল নৈরাজ্যের সাথে জড়িয়ে পড়েছে। তাই অপশক্তিকে রুখে দিতে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এছাড়াও বক্তারা হরতাল, অবরোধ মানিনা ও মানবোনা শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর।
118 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন