২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বামরাইলের হস্তিশুন্ডে ৭০ নং এম, ই, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

আপডেট: নভেম্বর ১৯, ২০২৩

মোঃ জাইদুল ইসলাম মিঠু মোল্লা,উজিরপুরঃঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড. এম. ই. ৭০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর রোববার দুপুর ১.৩০ টায় বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন (রুবেল) সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার ,উজিরপুর উপজেলা
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বামরাইল ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যন ইউসুফ হোসেন হাওলাদার, মোঃ আব্বাস আলী তালুকদার, বিশিষ্ট ক্রীড়াবিদ, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি,ভবতোষ চক্রবর্তী, আব্দুস সালাম সরদার, সভাপতি বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগ, আরো বক্তৃতা রাখেন, ৭০ নং এম.ই. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, হালিমা খাতুন, সহকারী শিক্ষক শান্তা খানম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক. মোঃ পলাশ তালুকদার. ইউনিয়ন যুবলীগের সভাপতি, সজীব শরীফ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, মোঃ জাইদুল ইসলাম মিঠু মোল্লা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সুমন হাওলাদার হারিচ, অভিভাবক বিন্দু বিদায়ী ছাত্রছাত্রীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক -শিক্ষিকা বৃন্দ।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাহিম হাওলাদার প্রমুখ।
এ সময় শিক্ষক – শিক্ষার্থীদের কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে সকল বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

179 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন