২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশাল-২ আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান মননোয়ন ফরম ক্রয় করেছেন

আপডেট: নভেম্বর ২০, ২০২৩

উজিরপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উজিরপুর — বানারীপাড়া (বরিশাল ০২) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ।

২০ নভেম্বর সোমবার সকাল ১১ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন তিনি। এ সময় উজিরপুর উপজেলা ও বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিক্রীর তৃতীয় দিনের মধ্যে আবিদ আল হাসান সহ ১৫ জন দলীয় মননোয়ন ফরম সংগ্রহ করেছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান বলেন, দলীয় মননোয়ন দেওয়ার একমাত্র মালিক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসানি আপা। ১/১১ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে প্রথম সারীতে থেকে রাজপথে আনন্দোলন সংগ্রাম করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব সুনামের সাথে পালন করেছি। বর্তমানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। দল যে সিদ্ধান্ত নিবে তা মাথাপেতে নিয়ে উজিরপুর-বানারীপাড়া সাধারণ মানুষের কল্যানে কাজ করে যাবো

72 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন